ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

প্রেক্ষাগৃহে বসে নিজের দুই ছবি দেখলেন শাকিব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৬, জুলাই ২, ২০১৭
প্রেক্ষাগৃহে বসে নিজের দুই ছবি দেখলেন শাকিব শাকিব খান

ঈদে দুটি ছবি মুক্তি পেয়েছে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের। শনিবার (১ জুলাই) প্রেক্ষাগৃহে বসে ‘রাজনীতি’ উপভোগ করলেন তিনি। এ সময় হাউসফুল দর্শক দেখে কৃতজ্ঞতা জানান শাকিব।

৩০ জুন বুলবুল বিশ্বাস পরিচালিত দেশীয় প্রযোজনার ‘রাজনীতি’ ছবিটি উপভোগ করার কথা ছিলো শাকিবের। কিন্তু সময়ে কুলিয়ে উঠতে পারেননি।

এ কারণে শনিবার (১ জুলাই) সন্ধ্যার শো দেখেছেন এই নায়ক। মধ্য বিরতির পর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে আসেন শাকিব।

ছবি শেষ হওয়ার পর নির্মাতাকে ধন্যবাদ জানিয়ে শাকিব বলেন, “রাজনীতি’র সাফল্যের কৃতিত্বের দাবিদার এর পরিচালক। দর্শক ছবিটি ভালোভাবে গ্রহণ করেছেন, এটি বেশ আনন্দের সংবাদ। ”

বুলবুল জানান, অন্য দিনের মতো হাউসফুল চলেছে ছবিটি। আরও বেশি হল পেলে শাকিব-অপু জুটির ‘রাজনীতি’নজির তৈরি করতে সক্ষম হতো বলে মনে করেন তরুণ এই নির্মাতা।

এদিকে শ্যামলী প্রেক্ষাগৃহে শুক্রবার (৩০ জুন) রাত ৮টায় ছবি দেখতে আসা দর্শকদের চমকে দিয়েছেন শাকিব।   দর্শকের সারিতে বসে  যৌথ প্রযোজনার ‘নবাব’ ছবিটি উপভোগ করেন তিনি।

অন্য একটি ছবির কাজে লন্ডন থেকে দেশে ফিরে একটু দেরিতে হলেও ‘নবাব’ ও ‘রাজনীতি’ উপভোগ করেছেন তিনি। দুটি ছবি দেখার সময় শাকিবের সঙ্গে সেলফি তোলার প্রতিযোগিতায় নামেন ভক্তরা।    

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।