ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নিষ্ঠুর ও প্রতারক জোলি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
নিষ্ঠুর ও প্রতারক জোলি! অ্যাঞ্জেলিনা জোলি (ছবি: সংগৃহীত)

নিষ্ঠুরতা ও প্রতারণার করেছেন অ্যাঞ্জেলিনা জোলি! হলিউডের এই অভিনেত্রীর পরিচালিত ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’ ছবির একটি দৃশ্যে শিশুশিল্পীকে ব্যবহার করায় এমনটাই অভিযোগ উঠেছিলো তার বিরুদ্ধে। তবে, কম্বোডিয়ান শিশুদের সঙ্গে নিষ্ঠুরতা ও প্রতারণার সে অভিযোগ এবার উড়িয়ে দিলেন মার্কিন এই তারকা।

সম্প্রতি ভ্যানিটি ফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে জোলি বলেন, ‘আমি খুবই মর্মাহত, ছবির একটি দৃশ্যকে বাস্তবের সঙ্গে মিলিয়ে ফেলা হচ্ছে ভেবে। ’

কম্বোডিয়ার কিমার রোগ নিয়ে নির্মিত ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’ ছবিতে দেখা যায় কম্বোডিয়ার এক শিশু অনেকক্ষণ ধরে টাকার দিকে তাকিয়ে থাকে।

কিন্তু তাকে যখন সেটা ফেরত দিতে বলা হয় তখন আবেগে ভেঙে পড়ে সে। সে জানায় তারা বাবার শেষকৃত্য করার জন্য টাকা নেই তার কাছে।

জোলি আরও জানান, কম্বোডিয়ার প্রকৃত চিত্র তুলে ধরতে তারা ছবিটি নির্মাণ করেছেন। অনেক কষ্ট করে নির্মাতারা বস্তি ও এতিমখানায় গিয়ে কলাকুশলীদের খুঁজে বের করেছেন। বাস্তবে কঠিন পরিস্থিতি দিয়ে গেছে এমন কাউকেই ছবিতে নিতে চেয়েছিলেন তারা।

জোলির চান, কম্বোডিয়ান শিশুরা তাদের কষ্টের ব্যাপারে আরও স্পষ্ট করে কথা বলুক।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।