ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনয়ে আমির পুত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
অভিনয়ে আমির পুত্র জুনায়েদ খান ও আমির খান (ছবি: সংগৃহীত)

অভিনয়ে নাম লেখালেন আমির খানের বড় ছেলে জুনায়েদ খান। চমকপ্রদ তথ্য হলো- বলিউড নয়, মঞ্চনাটকে অভিষেক হচ্ছে জুনায়েদের। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো গেছে।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি মাসে দর্শকদের সামনে নিজের প্রথম মঞ্চ নিয়ে হাজির হবেন জুনায়েদ। জার্মান নাট্যকার ব্রেখটের ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’ নামে মঞ্চনাটকটি নির্দেশনা দিচ্ছেন পাদামসি।

এই নাটকের একাধিক চরিত্রে দেখা যাবে জুনায়েদকে।

পাদামসি জানান, জুনায়েদকে তিনি আগে চিনতেন না। একদিন একজন ফোন করে এই নাটকে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন। পরে তার অভিনয় দেখে তাকে কাজের সুযোগ দেওয়া হয়।

মুম্বাইয়ের এইচ আর কলেজ থেকে স্নাতক করেছেন জুনায়েদ। পরবর্তীতে আমেরিকান অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে মঞ্চে অভিনয়ের ওপর ডিগ্রি নিয়েছেন তিনি।

আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের সন্তান জুনায়েদ। সেই সংসারে আমিরের একটি মেয়েও আছে। নাম ইরা খান।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।