ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইংল্যান্ডে মুক্তি পাচ্ছে ‘রঙের দুনিয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
ইংল্যান্ডে মুক্তি পাচ্ছে ‘রঙের দুনিয়া’ ‘রঙের দুনিয়া’ ছবির দৃশ্যে ফারজানা ছবি ও আগুন

কিংবদন্তি বাউল শাহ আবদুল করিমের জীবননির্ভর চলচ্চিত্র ‘রঙের দুনিয়া’। মোক্তাদির ইবনে ছালামের বানানো ছবিটি দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে ইংল্যান্ডের প্রবাসী বাঙালিরা ছবিটি উপভোগ করবেন অচিরেই।  

ইংল্যান্ডে ‘রঙের দুনিয়া’ মুক্তি দিচ্ছে বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে। সম্প্রতি লন্ডনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির কর্তাব্যক্তিরা।

 

সংবাদ সম্মেলনে ইউকে বাংলা ফিল্ম ক্লাবের অন্যতম পরিচালক শাম ইসলাম বলেছেন, “এখন থেকে প্রতি সপ্তাহে লন্ডন, বার্মিংহাম ও লুটোনের তিনটি প্রেক্ষাগৃহে বাংলাদেশ ও কলকাতার চলচ্চিত্র দেখানো হবে। পর্যায়ক্রমে আরও হল বাড়বে। বাউল আবদুল করিমকে নিয়ে নির্মিত ‘রঙের দুনিয়া’ চলচ্চিত্রটির মাধ্যমে এ যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত। ”

লোকসংগীতে দারুণ প্রভাব বিস্তারকারী নাম শাহ আবদুল করিম। সুনামগঞ্জে বেড়ে ওঠা এই মানুষটি তার গানে মাতিয়েছেন অগণিত সংগীতপিপাসুকে। দুই মহান সাধক লালন শাহ ও হাছন রাজার পর এবার শাহ আব্দুল করিমকে নিয়ে তৈরি হলো চলচ্চিত্র। সারা প্রোডাকশনের ব্যানারে আনিস চৌধুরী ও মুকিত চৌধুরীর যৌথ প্রযোজনায় এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বাউল গবেষক সিদ্দিকী হারুন।

ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বাধীন খসরু। বর্তমানে লন্ডন প্রবাসী এ শিল্পী বাংলা ফিল্ম ক্লাবের আরেক উদ্যোক্তা ও পরিচালক। তিনি বলেছেন, ‘আমাদের দেশে বর্তমানে ভালো ভালো চলচ্চিত্র নির্মিত হচ্ছে। কলকাতাতেও তাই। দেশে ও পশ্চিমবাংলায় মুক্তিপ্রাপ্ত এসব ছবি প্রবাসী বাঙালিদের দেখানোর সুযোগ করে দিতেই আমাদের এ উদ্যোগ। সবাইকে অনুরোধ করবো আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে নজর রাখুন। ’

তিনি জানান, আগামী ৩, ৪ সেপ্টেম্বর, ১০ ও ১১ সেপ্টেম্বর ইংল্যান্ডের তিন হলে মুক্তি পেতে যাচ্ছে ‘রঙের দুনিয়া’ চলচ্চিত্রটি। বার্মিংহামের পিকাডেলি সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে ৩-৪ সেপ্টেম্বর। অন্যদিকে একই তারিখে লুটনের গ্যালাক্সি হলেও প্রদর্শিত হবে ছবিটি।

চলচ্চিত্রটিতে বাউল করিমের কিশোর, তরুণ, ও পরিণত বয়সের চরিত্রে অভিনয় করছেন ফারজান, আগুন ও খাইরুল আলম সবুজ। অন্যান্য চরিত্রে আছেন স্বাধীন খসরু, ঝুনা চৌধুরী, ফারজানা ছবি, শিরিন বকুল, শানারৈ দেবী শানু, আব্দুল আজিজ, সাইফুল ইসলাম মাহমুদ, আশিক ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১৫০ জন শিল্পী। সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন অডিটোরিয়ামে বিকল্প উপায়ে দেখানো হবে ‘রঙের দুনিয়া’।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।