ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

বিনোদন

বন্ধুদের ভালোবাসায় সিক্ত গৌরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, আগস্ট ২৩, ২০১৭
বন্ধুদের ভালোবাসায় সিক্ত গৌরী কারিশমা কাপুর, গৌরী খান, মালাইকা অরোরা ও অমৃতা অরোরা (ছবি: সংগৃহীত)

শাহরুখপত্নি হওয়ার পাশাপাশি সফল ইন্টেরিয়র ডিজাইনারও তিনি। এ কারণে সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের ঘর-বাড়ি সাজিয়ে দেন গৌরী খান।

সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে নিজের ইন্টেরিয়র ডিজাইনের একটি স্টোর উদ্বোধন করেছেন গৌরী খান। এটি তার প্রথম স্টোর।

এ কারণে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধুরা। এর মধ্যে প্রাধান্য পেয়েছেন বলিউড নায়িকারা। তারা হলেন— শ্রীদেবী, মালাইকা অরোরা, কারিশমা কাপুর, অমৃতা অরোরা। একই পেশার বন্ধুর মধ্যে ছিলেন ডিজাইনার মণীষ মালহোত্রা।

২২ আগস্ট গৌরীর নতুন স্টোর ঘুরে গেছেন বলিউডের জনপ্রিয় প্রযোজক করণ জোহর ও অভিনেত্রী রানী মুখার্জি। নতুন স্টোর উদ্বোধনে গৌরীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তার বন্ধুরা।

গত মাসে মুম্বাইয়ে একটি রেস্টুরেন্টও উদ্বোধন করেছেন গৌরী খান। যার ইন্টেরিয়র ডিজাইন করেছেন নিজেই।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।