ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন মাত্রায় ‘তুমি রোজ বিকেলে’, আসছে ভিডিও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
নতুন মাত্রায় ‘তুমি রোজ বিকেলে’, আসছে ভিডিও ছবি: বাংলানিউজ

বাংলাদেশ বেতারের জন্য তৈরি করা হয়েছিলো গানটি। তখন ছিলো একরকম। সেই কম্পোজিশন বদল করে এটি দেওয়া হয়েছিলো অ্যালবামে। রাতারাতি জনপ্রিয় হয়ে গেলো সেটি। কিছুদিন আগে গানটির ডিজে ভার্সন প্রকাশ হয়। এবার চতুর্থবারের মতো নতুনমাত্রা যোগ হচ্ছে জনপ্রিয় গায়ক কুমার বিশ্বজিতের ‘তুমি রোজ বিকেলে’ গানটিতে। 

রোববার (২৭ আগস্ট) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে কুমার বিশ্বজিৎ জানান, মাহফুজুর রহমান মাহফুজের লেখা গানটির সুর-সংগীতায়োজন করেছিলেন শেখ সাদী খান। ‘মেঘের পালকি’ অ্যালবামে প্রকাশিত ভার্সনটিই বেশি জনপ্রিয়তা পায়।

গত ঈদুল ফিতরে ‘আনন্দমেলা’র জন্য এর ডিজে ভার্সন তৈরি করেছিলেন ডিজে রাহাত। এবার চুতর্থবারের মতো গানটি আসছে নতুন সংগীতায়োজনে। শুধু তাই নয়, অচিরেই ‘তুমি রোজ বিকেলে’র মিউজিক ভিডিও দেখতে পাবেন সবাই। এটি তৈরি করা হচ্ছে এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘নির্মাতা শাহরিয়ার পলক অনেকদিন ধরেই বলছিলেন গানটির মিউজিক ভিডিও তৈরি করতে চান। শেষমেষ আমি রাজি হলাম। এ ক্ষেত্রে নতুনভাবে এর কম্পোজিশনও করা হচ্ছে। এটি তৈরি করছেন প্রীতম হাসান। সব মিলিয়ে কাজটি উপভোগ্য হবে বলেই মনে হচ্ছে। ’

কুমার বিশ্বজিৎ জানান, ঈদুল আযহার পর নতুন কম্পোজিশন নিয়ে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। আর ঈদ উপলক্ষেও অন্তত দুটি মিউজিক ভিডিও প্রকাশ হতে যাচ্ছে এই গায়কের। ‘তারার দেশে’ ও ‘জোছনার বরষণে’ নামের মিউজিক ভিডিওগুলো উন্মুক্ত করা হবে যথাক্রমে বাংলা ঢোল ও ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।