ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

ঈদের তিন ছবিতে পাঁচ নায়িকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, আগস্ট ২৭, ২০১৭
ঈদের তিন ছবিতে পাঁচ নায়িকা পপি, পরী মনি, তমা মির্জা, বুবলী ও লিয়ানা লিয়া

পপি, পরী মনি, তমা মির্জা, বুবলী ও লিয়ানা লিয়া— এই পাঁচ নায়িকাকে নিয়ে ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে তিনটি ছবি। এগুলো হলো ‘সোনাবন্ধু’, ‘অহংকার’ ও ‘রংবাজ’। এর মধ্যে দুটি ছবির নায়িকাই বুবলী, দুটিতেই তার নায়ক শাকিব খান।

মজার তথ্য হচ্ছে, প্রতিটি ছবিতেই একজন নায়কের বিপরীতে থাকছেন দু’জন করে নায়িকা। ‘সোনা বন্ধু’ ( ডিএ তায়েব, পপি, পরী মনি), ‘অহংকার’ (শাকিব খান, বুবলী, তমা মির্জা), ‘রংবাজ’ (শাকিব, বুবলী, লিয়ানা লিয়া) ছবিগুলোতে একমাত্র লিয়ানা লিয়াই নবাগতা।

 

ছবিগুলোর মধ্যে প্রচারে এগিয়ে আছে ‘রংবাজ’। শুরু থেকেই ছবিটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে অধিকাংশ প্রেক্ষাগৃহই থাকবে এই ছবির দখলে। শামীম আহমেদ রনি ছবিটি তৈরি শুরু করলেও তাকে পড়তে হয় ‘নিষিদ্ধ’ জালে। এরপর এটি শেষ করেন আবদুল মান্নান।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।