ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যে কোনো চরিত্রই সিরিয়াল কিলার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
যে কোনো চরিত্রই সিরিয়াল কিলার! ‘পারফেক্ট মার্ডার’ নাটকের ‍দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা

গল্পটিই এমন, যে কোনো চরিত্রই সিরিয়াল কিলার হয়ে উঠতে পারে। এটি লিখেছিলেন বৃটিশ ঔপন্যাসিক আগাথা ক্রিস্টি। তাকে বলা হয় অপরাধ বিষয়ক উপন্যাসের রানী। তার ‘ফিলোমেল কটেজ’-এর ছায়া নিয়ে এবার তৈরি হলো নাটক ‘পারফেক্ট মার্ডার’।

নির্মাতার মতে, ‘ফিলোমেল কটেজ’ গল্পটি যারা পড়েছেন, তাদের জন্য এই নাটকে রয়েছে দারুণ চমক। দর্শক কমেডি, সাসপেন্স, রোম্যান্স— এগুলোই বেশি পছন্দ করেন।

কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, সুন্দর করে গল্প বলা। এ নাটকে সবকিছুর ওপরে গল্পটিকেই প্রাধান্য দেয়া হয়েছে।  

শহরে নতুন আতংক বহুরূপী সিরিয়াল কিলার। কে বা কারা এই আতংক তৈরি করেছে, জানতে হলে অপেক্ষা করতে হবে ৩১ আগস্ট পর্যন্ত। ওইদিন রাত ৮ টা ১০ মিনিটে আবদুল্লাহ আল মুক্তাদিরের চিত্রনাট্য ও পরিচালনায় ‘পারফেক্ট মার্ডার’ প্রচার হবে আরটিভিতে।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।