ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এলো ‘রকহোলিক ৪’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এলো ‘রকহোলিক ৪’ ‘রকহোলিক ৪’ প্রকাশনা অনুষ্ঠান

নির্ঝর, নোনতা বিস্কুট, গানকবি, কোরালস, সাইকেল, দ্য মিলিপুটস, প্রিজম, পার্পল রেইন, কানেক্টেড ও ফোকতন্ত্র— সমকালীন এই ১০ ব্যান্ডের গান নিয়ে ঈদ উপলক্ষে প্রকাশ হলো একটি অ্যালবাম। নাম ‘রকহোলিক ৪’।

অ্যালবামটির সমন্বয়ক নোনতা বিস্কুট ব্যান্ডের সদস্য নাবিদ সালেহীন নিলয় জানান, ২৮ আগস্ট ছিলো অ্যালবামটির মোড়ক উন্মোচন। এদিন ধানমন্ডির ইএমকে সেন্টারে আয়োজন করা হয়েছিলো রক আড্ডা।

এতে ৭টি ব্যান্ড গান গেয়ে শোনায়। এক টাকার বিনিময়ে এই আয়োজন উপভোগ করেছে সংগীতপ্রেমীরা। এই ইভেন্ট থেকে অর্জিত অর্থ বন্যার্তদের দেওয়া হবে।

রকহোলিকের পরিকল্পনাকারী নির্ঝর ব্যান্ডের সদস্য সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, “২০০৭ সালে কয়েকটি ব্যান্ড নিয়ে মিশ্র অ্যালবাম ‘অন্যরকম’ প্রকাশিত হয়েছিলো। সে সময় অ্যালবামটি আলোচিত হয়। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালে পহেলা বৈশাখে ১৩টি ব্যান্ড নিয়ে প্রথম রকহোলিক সিরিজ প্রকাশিত হয়। নবাগত ব্যান্ডদের উৎসাহিত করতে এই অ্যালবাম”।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।