ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইউটিউবে রেকর্ডের রানী সুইফট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
ইউটিউবে রেকর্ডের রানী সুইফট টেলর সুইফট (ছবি: সংগৃহীত)

টেলর সুইফটের নতুন মিউজিক ভিডিও ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ ইউটিউবে নতুন রেকর্ড গড়েছে। মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় এটি দেখা হয়েছে ৪ কোটি ৩০ লাখ বারেরও বেশি।

মঙ্গলবার (২৯ আগস্ট) ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ইতিহাসে আর কোনও ভিডিওর এমন অভাবনীয় শুরুর নজির নেই। আগের রেকর্ডটি ছিলো দক্ষিণ কোরিয়ান গায়ক সাইয়ের ‘জেন্টেলম্যান’ গানের।

এর মিউজিক ভিডিও ২০১৩ সালে মুক্তির প্রথম দিনে ইউটিউবে দেখা হয়েছিলো ৩ কোটি ৬০ লাখ বার।

ইউটিউব বলছে, প্রথম ২৪ ঘণ্টার মধ্যে মিউজিক ভিডিওটি প্রতি মিনিটে দেখা হয়েছে ৩০ হাজার বার। এভাবে প্রতি ঘণ্টা এর ভিউ হয়েছে ৩০ লাখ। মঙ্গলবার সংখ্যাটি অতিক্রম করে ৫ কোটি ৩০ লাখের ঘর।

টেলর সুইফট (ছবি: সংগৃহীত)ব্যক্তিজীবন ও সংগীতে গত ১০ বছরে যাদের কারণে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’র মিউজিক ভিডিওতে তাদের (কানইয়ে ওয়েস্ট, কিম কারদাশিয়ান, কেটি পেরি) একহাত নিয়েছেন সুইফট। গত ২৭ আগস্ট এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠান চলাকালীন এর প্রিমিয়ার হয়। তবে ২৭ বছর বয়সী এই তারকা এখানে উপস্থিত ছিলেন না।

এরপর থেকেই জোসেফ কান নির্মিত মিউজিক ভিডিওটির ভূয়সী প্রশংসা চলছে ভক্ত ও বিনোদন মিডিয়ায়। ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ সুইফটের নতুন একক অ্যালবাম ‘রেপুটেশন’-এর গান। নভেম্বরে প্রকাশ পাবে এটি।

টেলর সুইফট (ছবি: সংগৃহীত)ইউটিউবে এখন সবচেয়ে বেশিবার (৩০০ কোটিরও বেশি) দেখা ভিডিও লাতিন গায়ক লুই ফনসির ‘দেসপাসিতো’কে শিগগিরই সুইফটের গানটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ গানের ভিডিও

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।