ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুক্তিযোদ্ধা বাবাকে হারালেন সংগীতশিল্পী জয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
মুক্তিযোদ্ধা বাবাকে হারালেন সংগীতশিল্পী জয় বাবা কাজী সিরাজের সঙ্গে জয় শাহরিয়ার।

ক’দিন আগে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বাবার লেখা গানে সুর করেছিলেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। সেটি গেয়েছিলেন সুবীর নন্দী। জয়ের বাবা কাজী সিরাজ আর বেঁচে নেই (ইন্নালিল্লাহ…রাজিউন)। ৩১ আগস্ট রাত ১০টায় মৃত্যুবরণ করেছেন তিনি।

মৃত্যুকালে কাজী সিরাজের বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি এক স্ত্রী, এক পূত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত‌্যুতে শোকের ছায়া নেমে এসেছে বুদ্ধিজীবি মহলে।   
 
১ সেপ্টেম্বর সকালে বাবার শোকে কাতর জয় জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তার বাবা। ১৯৭১ সালে দেশ মাতৃকার টানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন কাজী সিরাজ। যুদ্ধ করেছিলেন দুই নম্বর সেক্টরে। চার দশকের বেশি সময় ধরে যুক্ত ছিলেন সাংবাদিকতায়। কলাম লেখার পাশাপাশি টেলিভিশন টকশোতে নিয়মিত অংশ নিতেন তিনি। সবশেষ ছেলের অনুরোধে লিখেছিলেন গান।

'সত‌্যি বলছি'খ্যাত গায়ক জানান, সকাল ১০টায় প্রেসক্লাবে কাজী সিরাজের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের চিওরায়। বাদ আছর দ্বিতীয় ও শেষ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে কাজী সিরাজের মরদেহ। জয় তার বাবার আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
 
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।