ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অবশেষে পাকিস্তানে ‘বাদশাহো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
অবশেষে পাকিস্তানে ‘বাদশাহো’ ছবি: সংগৃহীত

বলিউডের ছবি ‘বাদশাহো’ ভারতসহ অন্যান্য দেশে মুক্তি পায় গত ১ সেপ্টেম্বর। ওইদিনই পাকিস্তানেও মুক্তি পাওয়ার কথা ছিলো। ঈদে অন্য দেশের ছবি মুক্তি না দেওয়ার জন্য দেশটির পরিবেশকদের ওপর চাপ ছিলো। অবশেষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) পাকিস্তানে মুক্তি পেলো ‘বাদশাহো’।

ঈদ উৎসবেই পাকিস্তানে বড় ক্যানভাসের ছবিগুলো মুক্তি দেওয়া হয়। এবার ‘পাঞ্জাব নাহি জাউঙ্গি’ ১২০০ এবং ‘না মালুম আফরাদ টু’ মুক্তি পেয়েছে ১৫০০ সিনেমা হলে।

ফলে ‘বাদশাহো’র জন্য পাকিস্তানে আর কোনো সিনেমা হল ছিলো না।  

ঈদে বলিউডের ছবি মুক্তি না পাওয়ায় পাকিস্তানিদ নির্মাতা ও প্রযোজকদের মুখে হাসি ফুটেছে। ‘পাঞ্জাব নাহি জাউঙ্গি’ প্রথম দুই দিনে ৫ কোটি ৩০ লাখ রুপি ও ‘না মালুম আফরাদ টু’ ঈদের দিন ও পরদিন আয় করেছে ৬ কোটি ১০ লাখ রুপি। প্রথমবারের মতো পাকিস্তানের দুই ছবি একসঙ্গে মুক্তি পেয়ে ব্যবসাসফল হলো। সাতদিনে দুই ছবিরই আয় ২০ কোটি রুপির ঘর ছুঁয়ে ফেলবে বলে আশা করা হচ্ছে।

এর আগে নিজেদের ছবির লোকসানের ভয়ে এ বছরের জুনে সালমান খানের ‘টিউবলাইট’ ছবির মুক্তিতে বাধা হয়ে দাঁড়ান পাকিস্তানের প্রভাবশালী কয়েকজন নির্মাতা।  

এদিকে মিলান লুথরিয়া পরিচালিত ‘বাদশাহো’ ভারতে ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এর আয়ের পরিমাণ ছাড়িয়েছে অর্ধশত কোটি রুপি। ছবিটিতে অভিনয় করেছেন অজয় দেবগণ, ইলিয়েনা ডি’ক্রুজ, ইমরান হাশমি, এশা গুপ্তা, বিদ্যুৎ জামাল।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।