ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় রকফেস্ট মাতাবেন বাম্বলফুট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
ঢাকায় রকফেস্ট মাতাবেন বাম্বলফুট বাম্বলফুট

বিশ্ববিখ্যাত রক ব্যান্ড ‘গানস অ্যান্ড রোজেস’-এ ২০০৬-১৪ সাল পর্যন্ত গিটারিস্ট হিসেবে ছিলেন বাম্বলফুট। বর্তমানে তিনি আরেক জনপ্রিয় ব্যান্ড ‘সন্স অব অ্যাপোলো’র গিটারিস্ট। আমেরিকান এই তারকা এবার আসছের ঢাকায়।

আগামী ১৫ সেপ্টেম্বর ধানমণ্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে বাম্বলফুট গান ও গিটার শোনাবেন ‘ঢাকা রক ফেস্ট ২০১৭’-এ। তার পাশাপাশি একই মঞ্চে পরিবেশনায় অংশ নেবে বাংলাদেশি ব্যান্ড মেকানিক্স ও কার্নিভাল।

মেকানিক্স ব্যান্ডের প্রয়াত গিটারিস্ট জাহিনের নামে উৎসর্গ করা হচ্ছে ‘ঢাকা রক ফেস্ট ২০১৭’ শীর্ষক এই আয়োজন।  

ভক্তদের আনন্দ দিতে ১৩ সেপ্টেম্বর ঢাকা এসে পৌঁছুবেন ৪৭ বছর বয়সী বাম্বলফুট। মূল কনসার্টের আগের দিন তিনি অংশ নেবেন একটি এফএম রেডিওর অনুষ্ঠানে।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।