ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নির্মাতার দুর্দিনে এগিয়ে এলেন অনন্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
নির্মাতার দুর্দিনে এগিয়ে এলেন অনন্ত ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে বড়পর্দায় নেই চিত্রনায়ক অনন্ত জলিল। তবে সংবাদ শিরোনামে তিনি ঠিকই আছেন। ভক্তদের মতে, সাম্প্রতিককালে কিছু ‘ভালো কাজ’-এর নজির রেখেছেন তিনি। এর মধ্যে আছে বন্যার্তদের পাশে দাঁড়ানো। এবার গুণী একজন পরিচালকের দুর্দিনে এগিয়ে এলেন অনন্ত।  

ঢাকাই চলচ্চিত্রের ব্যাবসাসফল নির্মাতা এফ আই মানিক। ‘স্বপ্নের বাসর’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘পিতার আসন’ প্রভৃতি আলোচিত ছবির এই নির্মাতা এখন আর কাজ করছেন না, পাশাপাশি অর্থকষ্টে ভুগছেন তিনি।

সহধর্মিনীর চিকিৎসাও করাতে পারছেন না অর্থের অভাবে। সমস্যার কথা জানাতে মানিক গিয়েছিলেন অনন্তর কাছে। অনন্ত আশ্বাস দিয়েছেন গুণী এই নির্মাতার পাশে থাকবেন। একই সঙ্গে দেশের প্রতিষ্ঠিত তারকা ও চলচ্চিত্র পরিবারের সদস্যদের মানিকের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এদিকে ২১ সেপ্টেম্বর রাতে অনন্ত জলিলের ভেরিফায়েড ফেসবুক পেজে পরিচালক এফ আই মানিকের সমস্যার কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন অনন্ত। তার বক্তব্য এমন, ‘গুণী পরিচালক এফ আই মানিক ভাই আমাদের চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্রের দর্শকসহ সকলের জন্য এতো কিছু করেছেন তাকেই আজ অর্থ কষ্টে ভুগতে হচ্ছে। এই স্বনামধন্য পরিচালক অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসা সঠিকভাবে চালাতে পারছেন না। যদিও তা আমি জানতাম না। কিন্তু গতকাল হঠাৎ তিনি আমার অফিসে এসে উপস্থিত হন। তখন আমি অফিসে উপস্থিত ছিলাম না। তাই তাকে বেশ সময় অপেক্ষা করতে হয়, যা আমার জন্য ব্যর্থতা। কারণ আমার জন্য এতো বড় মাপের পরিচালককে অপেক্ষা করতে হয়েছে। যখন উনার মুখোমুখি হই, তখন তার চেহারা বেশ মলিন ছিলো। তিনি আমাকে তার কষ্টের কথার সাথে, অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসা করাতে পারছেন না সে কথাও বলেন। ’

চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক (ছবি: সংগৃহীত)তিনি আরো লিখেছেন, ‘যার হাত ধরে অনেক তারকা প্রতিষ্ঠিত হয়েছে। এ বিখ্যাত পরিচালক আমার কাছে এসে হতাশ হয়ে ফিরে যাবেন, তা হবে অনন্ত জলিলের অন্যতম ব্যর্থতা। তাই আমার যতোটুকু সামর্থ্য ততটুকু দিয়ে তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আশা করছি, প্রতিষ্ঠিত তারকা এবং চলচ্চিত্র পরিবারের সদস্যসহ অন্যরাও এফ আই মানিক ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবেন। এটা সাহায্য বললেও ভুল হবে, এটা আমাদের কর্তব্য। ’ 

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।