ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

বিনোদন

জন্মদিনে বিউটির মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৫, সেপ্টেম্বর ২৬, ২০১৭
 জন্মদিনে বিউটির মিউজিক ভিডিও বিউটি, ছবি: সংগৃহীত

লালনসংগীত তথা লোকধারার গানে নজর কেড়েছেন গায়িকা বিউটি। প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থেকে উঠে আসা এই শিল্পীর নতুন মিউজিক ভিডিও আসছে সাত বছর পর। জন্মদিন উপলক্ষে এটি ভক্তদের উপহার দেবেন বিউটি। 

বিউটির জন্য ‘পাষাণ বন্ধু’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সংগীত পরিচালনায় মুশফিক লিটু। ৭ অক্টোবর বিউটির জন্মদিনে জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে মিউজিক ভিডিওটি।

এটি তৈরি করেছেন সৌমিত্র ঘোষ ইমন, মডেল হয়েছেন নাদিম খান ও রাজ রিপা।  

বিউটি বলেছেন, “মা হওয়ার কারণে কিছুদিন গান করতে পারিনি। আমার সন্তানের বয়স দুই বছর। এবার পুরোদমে কাজে ফিরেছি। ‘পাষাণ বন্ধু’ গানটি মৌলিক। গান ও ভিডিও সবার ভালো লাগবে বলে বিশ্বাস করি। ”

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।