ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমির-প্রিয়াঙ্কাকে হতাশ করলো ‘নিউটন’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
আমির-প্রিয়াঙ্কাকে হতাশ করলো ‘নিউটন’! আমির খান, ‘নিউটন’ ছবির পোস্টার ও প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: সংগৃহীত)

মুক্তির দিনই অস্কারে মনোনয়ন পায় রাজকুমার রাও অভিনীত ‘নিউটন’। ছবিটি দেখে নাকি বাকরুদ্ধ বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। প্রশংসায় পঞ্চমুখ বলিউড ইন্ডাস্ট্রি। কিন্তু এতো প্রশংসা, সাফল্যের মাঝে ‘নিউটন’-এর অস্কার যাত্রার খবরে হতাশ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, আমির খান ও ‘বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলি। কেন?

হতাশার কারণ হলো, ‘নিউটন’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে মনোনীত হওয়ায় প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত মারাঠা ছবি ‘ভেন্টিলেটর’-এর অস্কার যাত্রার স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে।

এ প্রসঙ্গে ‘ভেন্টিলেটর’ এর পরিচালক রাজেশ মাপুষ্কার জানান, “প্রিয়াঙ্কার আশা ছিলো, তার এই মরাঠি ছবিই অস্কার মঞ্চে যাবে।

কিন্তু ‘নিউটন’ অস্কারে যাওয়ার খবরে একটু হলেও ভেঙে পড়েছেন তিনি। ”

এদিকে, একই খবরে নাকি কিছুটা হতাশ হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান ও ‘দঙ্গল’-এর সদস্যরা। এ প্রসঙ্গে মিস্টার পারফেকশনিস্টের একটি ঘনিষ্ঠসূত্র জানান, সারা বিশ্বে ঝড় তুলেছে আমির অভিনীত ‘দঙ্গল’। কুস্তিগীর মহাবীর ফোগাতের জীবনী নিয়ে তৈরি ছবিটি আয় করেছে হাজার হাজার কোটি রুপি। এরপরও ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া অস্কারের জন্য মনোনীত করলো ‘নিউটন’কে। যেখানে ২০০১ সালে অস্কার মঞ্চের জন্য মনোনীত হয়েছিলো আমিরের ‘লগান’। এ কারণেই অনেকেই মনে করছেন সঠিক ছবি নির্বাচন করতে পারেনি ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া। ”

এখানেই শেষ নয়, একই খবরে হতাশা প্রকাশ করেছেন ‘বাহুবলী-দ্য কনক্লুশন’ ছবির পরিচালক এসএস রাজামৌলি। ‘নিউটন’-এর কারণে তারও অস্কারযাত্রা ব্যাহত হলো।

২২ সেপ্টেম্বর মুক্তি পায় অমিত মাশুরকর পরিচালিত ‘নিউটন’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। এ ছাড়া আরও দেখা গেছে অঞ্জলি পাটেল, পঙ্কজ ত্রিপাঠি ও রঘুবীর যাদবকে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।