ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রোহিঙ্গাদের সহায়তায় পূর্ণিমার ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
রোহিঙ্গাদের সহায়তায় পূর্ণিমার ছবি ছবি: বাংলানিউজ

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘টু বি কন্টিনিউড’। ঈদুল আজহায় টিভিতে প্রচার হয়েছিলো এটি। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) থেকে নয়টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ছবিটি। পাশাপাশি কয়েকটি বিশেষ প্রদর্শনী হবে আলোচিত এই ছবির। ‘টু বি কন্টিনিউড’-এর টিকেট থেকে পাওয়া অর্থ রোহিঙ্গাদের সাহায্যার্থে ব্যয় করা হবে। 

জানা যায়, চট্টগ্রাম শহরের মুসলিম হল মিলনায়তনে চারটি বিশেষ প্রদর্শনী হবে ছবিটির। আগামী ৪ অক্টোবর সকাল ১০টা, দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা ও ৫টায় দেখানো হবে ‘টু বি কন্টিনিউড’।

টিকেটের মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। এই আয়োজন করেছে চাটগাঁ ইভেন্টস।  

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মসের ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছবিটির পরিচালক ইফতেখার আহমেদ ফাহমী নিজেই। তার বিপরীতে আছেন পূর্ণিমা। আরও অভিনয় করেছেন মিশু সাব্বির, অর্পণা ঘোষ, মিতা চৌধুরী, আবুল হায়াত ও সোহেল খান।

ঢাকা ও ঢাকার ৯টি হলে চলছে ছবিটি। এগুলো হলো— বলাকা সিনেওয়ার্ল্ড (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), ছায়াবানী (ময়মনসিংহ), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), মমতাজ (সিরাজগঞ্জ), মল্লিকা (উল্লাপাড়া), সঙ্গীতা (খুলনা), মৌচাক (পাবনা) ও বীনা (পাবনা)।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।