ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ওরা আছে বলেই এখনও গান গাচ্ছি: জেমস

সোমেশ্বর অলি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
ওরা আছে বলেই এখনও গান গাচ্ছি: জেমস মাহফুজ আনাম জেমস, ছবি-রাজীন চৌধুরী

প্রশ্নটা ছিলো এরকম— ‘জন্মদিনে ভক্তরা কেক-উপহার নিয়ে এসেছেন। কেমন লাগছে অাপনার?

সদা স্বল্পভাষী জেমস জন্মদিনের অনুভূতি ব্যক্ত করেছেন মাত্র কয়েক শব্দে, ‘এটা ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ’

বারিধারা ডিওএইচএসের দুই নম্বর রোডের ১৪৮ নম্বর অ্যাপার্টমেন্টের প্রধান ফটকের সামনে কয়েকটি প্রতিকৃতি।

সবার দৃষ্টি কাড়ছে সেগুলো। প্রতিকৃতিগুলো যে জেমসের, তাকে চিনতে পথচারীদের বিন্দুমাত্র কালক্ষেপন করতে হচ্ছে না।

ছবি: বাংলানিউজএখানে নিজের স্টুডিওতে বিকেলের কিছুটা সময় ভক্তদের সঙ্গে কাটিয়েছেন জেমস। কেক আর উপহার নিয়ে এসেছিলেন কয়েকটি সংগঠনের জেমস-ভক্তরা। এর মধ্যে অন্যতম হলো ‘জেমস ফ্যান ক্লাব’ ও ‘জেমস গুরুর দুষ্টু ছেলের দল’।

ছবি: বাংলানিউজভক্তদের ভালোবাসার প্রতিক্রিয়া হিসেবে কিছু বলতে চান? এমন প্রশ্নের জবাবে বাংলানিউজকে কিংবদন্তি এই সংগীতশিল্পী বলেন, ‘ভালো থাক, সুন্দর থাক ভক্তরা। শুভকামনা রইলো। ’

জেমসের জন্মদিনে ভক্ত প্রিন্স ‘গুরু’র ৫৩টি প্রতিকৃতি স্থাপন করেছেন শহরের বিভিন্ন স্থানে। ‘জেমস ফ্যান ক্লাব’-এর রূপকার এই তরুণ কয়েক বছর ধরে আলোচনায় রয়েছেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। প্রিন্স সম্পর্কে জেমস বলেন, ‘কে কীভাবে আমার জন্মদিন পালন করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। ’

বাংলানিউজের সঙ্গে আলাপে জেমস আরও জানান, নতুন এককের কাজ শুরু করেছেন তিনি। তবে কবে রিলিজ হবে সেটি তিনি জানেন না।

ছবি: বাংলানিউজজেমস হয়ে ওঠার পেছনে মা-বাবার অবদানের পর কার অবদান বেশি বলে মনে করেন জেমস? এর উত্তরেও ভক্তদের এগিয়ে রাখলেন নগর বাউল। বললেন, ‘আমার দর্শক, আমার অডিয়েন্সরা। ওরা আছে বলেই এখনও গান গাচ্ছি’।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৭
এসও      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।