ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ব্লু হোয়েল গেমস নিয়ে বললেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
ব্লু হোয়েল গেমস নিয়ে বললেন অনন্ত জলিল ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি জনসচেতনতামূলক বিভিন্ন কাজে অংশ নিতে দেখা যায় অনন্ত জলিলকে। সবশেষ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলেন এই নায়ক। এবার আত্মঘাতী ব্লু হোয়েল গেমস নিয়ে ভক্তদের সতর্ক করলেন অনন্ত।

ব্লু হোয়েল গেমস বর্তমানে এক আতঙ্কের নাম। এ নিয়ে বিভিন্ন সর্তক বাণী দেওয়া হচ্ছে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম।

এবার ব্যক্তিগতভাবে এমন উদ্যোগের সঙ্গে যুক্ত হলেন চিত্রনায়ক অনন্ত ।

ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ব্লু হোয়েল গেমস নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন অনন্ত জলিল। তিনি লিখেছেন, ‘…আমি মানসিকভাবে কিছুটা আঘাতপ্রাপ্ত, তার কারণ ব্লু হোয়েল গেমসের চিন্তায়। এই গেমসটি বিশ্বের বিভিন্ন দেশের বেশ কয়েকজন সম্ভবনাময় প্রাণ কেড়ে নিয়েছে। আর তার বিষাক্ত ছোবল আমাদের প্রিয় বাংলাদেশেও পড়েছে। যার ফলে আমি শংকিত, আমার দেশের সম্ভবনাময় তরুণ-তরুণীদের নিয়ে। তবে আশা করি বাংলাদেশের যুবক-যুবতীরা বেশ মেধাবী এবং জ্ঞানী। তারা জানেন, এই গেমস তাদেরকে শুধু বিপদেই ফেলবে না, তাদের সাথে তার পরিবারকেও অনিশ্চিত রাস্তায় ঠেলে দিবে। ’

অনন্ত জলিলে মতে, ‘… কেন আমরা অপরের নির্দেশনায় চলবো যাকে আপনারা কখনও দেখেননি, যার পরিচয় জানেন না তার কথায় কেন নিজের জীবন অকালে বিলিয়ে দিবেন? আমরা জানি আত্মহত্যা মহাপাপ, তবে কেন আমরা এই গেমস খেলতে যাবো? কেন এই গেমসের সাথে সংযোগ স্থাপন করবো? আমরা অবশ্যই এই গেমস থেকে দূরে থাকবো এবং কাউকে খেলতে দেখলে বা শুনলে অবশ্যই তাকে আমরা গেমসটি হতে যে কোনো উপায়েই ফিরিয়ে আনবো। কারণ সে তো অবশ্যই কারো সন্তান, ভাই বা বোন। ’

তিনি আরও লিখেছেন, ‘বন্ধুগণ, এইসব ফালতু গেমস নিজের মোবাইলে ইন্সটল করে নিজের পার্সোনাল ইনফরমেশন গেমসের এডমিনকে একসেস দেয়ার কোনো মানেই হয় না। অপরকে ব্ল্যাকমেইল করতে দিবেন কেন? ব্লু হোয়েল খেলা মানেই নিজেকে ব্লাকমেইলে ফেলা। একটু মাথা খাটান। এইসব ফালতু জিনিস মাথায় না নিয়ে মাথা খাটান ভালো কিছুতে, যা নিজের এবং মানুষের উপকারে আসে। ’

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।