ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারকাদের ফুলেল শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারকাদের ফুলেল শ্রদ্ধা ছবি: সংগৃহীত

২ অক্টোবর যাত্রা করে চলচ্চিত্রের নতুন সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’। এখনো কার্যক্রম শুরু করেনি সংগঠনটি।  শিল্পী, নির্মাতা-কলাকুশলী, হল মালিক, প্রদর্শক সমিতির সদস্যদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে। 

বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের সভাপতি নাসির উদ্দিন দিলু, সাধারণ সম্পাদক কাজী হায়াৎ, সদস্য মৌসুমী, ওমর সানী, শাকিব খান, চলচ্চিত্র পরিচালক উত্তম আকাশ, কামাল মো. কিবরিয়া লিপু, নাদের চৌধুরী, অভিনেত্রী নূতন, অভিনেত্রী রাহা তানহা খান, প্রযোজক ইকবাল, রমিজ উদ্দিন, প্রযোজক মোহাম্মদ হোসেন, প্রযোজক-অভিনেতা নাদের খানসহ ফোরামের নেতাকর্মীরা মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

কথা ছিলো দুপুর ১২টায় ফুল দিতে যাবে চলচ্চিত্র ফোরাম।

সংগঠনের সদস্য শাকিব খানের কারণে আয়োজন সম্পন্ন করতে বিলম্ব হয়। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। তবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি কোনো নেতা।  

শ্রদ্ধা নিবেদন শেষে চলচ্চিত্র ফোরামের নেতারা বলেছেন, ‘এফডিসি প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু। তিনিই চলচ্চিত্রকে একটি শিল্প হিসেবে আমাদের জন্য রেখে গেছেন। তার অবদানের কথা সম্মানের সঙ্গে স্বীকার ও স্মরণ করেই আমরা আজ তাকে শ্রদ্ধা জানিয়েছি। জাতির জনকের প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চলচ্চিত্র ফোরামের কার্যক্রম শুরু হলো। এরপর আমরা পর্যায়ক্রমে সংগঠনের অন্যান্য কাজ করবো। ’

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭ 
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।