ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

বিনোদন

মুক্তি পিছিয়ে নিরাপদে ‘গহীন বালুচর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৭, অক্টোবর ১৬, ২০১৭
মুক্তি পিছিয়ে নিরাপদে ‘গহীন বালুচর’ ‘গহীন বালুচর’ ছবির শিল্পী-কুশলীরা

‘বর্তমান প্রেক্ষাপট, হল সংকট— এ সমস্থ কারণে আমাদের চলচ্চিত্র (গহীন বালুচর) আগামী ২০ অক্টোবরের পরিবর্তে মুক্তি পাবে ২৯ ডিসেম্বর’— এমন ঘোষণা এসেছে সরকারি অনুদানের ছবি ‘গহীন বালুচর’-এর পক্ষ থেকে।

বদরুল আনাম সৌদের প্রথম ছবি ‘গহীন বালুচর’ মুক্তি দেওয়ার কথা ছিলো ২০ অক্টোবর। মুক্তি পিছিয়ে এটি চলে গেছে বছরের শেষ শুক্রবারে।

‘ঢাকা অ্যাটাক’ ছবির অসামান্য দর্শক চাহিদার কারণে এমনটি ঘটেছে বলেই মনে করা হচ্ছে। কারণ ৬ অক্টোবর মুক্তি পাওয়ার পর থেকে ছবিটি দেখতে হলে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক। এখনও শতাধিক হলে চলছে এটি। এ অবস্থায় ‘গহীন বালুচর’ মুক্তি দেওয়া উচিত হবেনা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা ‘ঢাকা অ্যাটাক’ আরও কিছুদিন দর্শক ধরে রাখুক।

অন্যদিকে ২০ অক্টোবর মুক্তি পাচ্ছে মশলাদার ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’। এটি শ’ খানেক হল পাবে। বাপ্পি-মিম-ডিপজল-মৌসুমী অভিনীত ছবিটি তৃণমূল দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। এ ক্ষেত্রে একই দিনে ‘গহীন বালুচর’ মুক্তি পেলে হলপ্রাপ্তিতে অসুবিধাই হবে।  

২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ছবি ‘ডুব’।  এটিও বিপুল দর্শক টানবে বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় ‘সেইফ জোন’-এ থাকতে ‘গহীন বালুচর’-এর মুক্তির তারিখ পেছানোকে দর্শক ভালোভাবে গ্রহণ করবেন বলেই মনে করেন ছবিটির পরিচালক-প্রযোজক ও শিল্পীরা।

‘গহীন বালুচর’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে নীলাঞ্জনা নীলা, তানভীর ও মুনের। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন, রুনা খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।