ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় নরওয়ের নাট্যশিল্পী, চুরি গেলো ব্যাগ-পাসপোর্ট 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ঢাকায় নরওয়ের নাট্যশিল্পী, চুরি গেলো ব্যাগ-পাসপোর্ট  নরওয়ে থেকে আসা নাট্যশিল্পীরা (ছবি: সংগৃহীত)

নরওয়ের নাট্যদল ড্রপ প্রডাকশন এখন বাংলাদেশে। দলটির ডিরেক্টর ও অভিনয়শিল্পী হেরেসা স্প্রেনার বেশ বিপাকেই পড়েছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি মহরাকক্ষ থেকে চুরি হয়ে গেছে তার ব্যাগ, পাসপোর্ট, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র।

এ ঘটনা গড়ালো থানা পর্যন্ত। নরওয়ের নাট্যশিল্পীর ব্যাগ ও পাসপোর্ট চুরির ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

 ঢাকা মেট্টোপলিটন পুলিশের ভেরিফায়েড ফেসবুক পাতায় একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে ‘২৬ অক্টোবর, দুপুর ১২টায় শিল্পকলা একাডেমির নাট্যশালার মূলমঞ্চে একটি নাটকের মহড়া চলছিলো। মহড়ায় অংশ নিয়েছিলেন নরওয়ে থেকে আসা অতিথি নাট্যশিল্পীরা। এমন সময় এক ব্যক্তি (ছবিতে-সাদা শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট পরা) নরওয়েজিয়ান ব্যক্তির কালো ব্যাগ নিয়ে কৌশলে সটকে পড়ে। ব্যাগের মধ্যে উক্ত নরওয়েজিয়ান ব্যক্তির ল্যাপটপ, পাসপোর্ট, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি ছিলো। পরবর্তী সময়ে সিসি ক্যামেরায় ধরা পড়ে এই ঘটনা। ছবিতে চিহ্নিত ব্যক্তিকে কেউ চিনে বা জেনে থাকলে তাকে গ্রেপ্তারে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। ’ 

নাট্যদল আরণ্যক আয়োজিত পুষ্প ও মঙ্গল আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিতে ঢাকায় এসেছে নরওয়ের ড্রপ প্রডাকশন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নাট্যশালায় তারা মঞ্চস্থ করে ‘হেরিটেজ’ নামের একটি পরিবেশনা। এই পরিবেশনার আগে দুপুরে মহড়ার সময় এই চুরির ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সিসি টিভির ফুটেজ দেখে চোরকে শনাক্ত করা গেছে। সাদা শার্ট পরিহিত একটি ছেলে এই চুরিটি করেছে। তারা চেষ্টা করছেন চোরকে ধরতে।  

ছবি: সংগৃহীত২২ অক্টোবর থেকে দেশের অন্যতম নাট্য সংগঠন আরণ্যক তাদের প্রতিষ্ঠার ৪৫ বছর উপলক্ষে জাতীয় নাট্যশালায় আয়োজন করেছে আন্তর্জাতিক নাট্যোৎসব। উৎসবে নরওয়ে, ইরান, হংকং, ভারত ও বাংলাদেশের আরণ্যকের নাটক মঞ্চস্থ হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।