ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভারতীয় শিল্পী নিয়ে দেশীয় ধারাবাহিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
ভারতীয় শিল্পী নিয়ে দেশীয় ধারাবাহিক ‘প্রজাপতি প্রেম’ নাটকের দৃশ্য

দিয়ার ছোটবেলার বান্ধবী জারা। জারাকে আজকের মধ্যে যে কোনো উপায়ে বিয়ে করতে হবে প্রেমিক হাসানকে। ঝামেলার শুরু এখান থেকেই। জারা ও হাসান বিয়ের পর যাত্রা শুরু করে ভারতের একটি পর্যটন স্থানের উদ্দেশে। পর্যটন স্থানে তারা একটি ভয়াবহ বিপদের সম্মুখীন হয়। এই বিপদই তাদের বুঝিয়ে দিতে সক্ষম হয় যে, দিয়া ও জয় শুধু বন্ধু নয়, তারা একে অন্যকে ভালোবাসে। 

‘প্রজাপতি প্রেম’ ধারাবাহিক নাটকের গল্পটি এমনই। গল্পের প্রয়োজনে এই নাটকটির শুটিং হয়েছে ভারতের মুম্বাই, গোয়া, কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং ও মিরিখে।

বাংলাদেশের কাজ হয়েছে কুষ্টিয়া ও পাবনায়।  

‘প্রজাপতি প্রেম’ নাটকের দৃশ্যকনা রেজার গল্প ও মেহেদী বিন আশরাফের চিত্রনাট্য-পরিচালনায় নাটকটিতে  অভিনয় করেছেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা। তারা হলেন মানালী ঘোষ, পৃথা চন্দ্র, দীপান্নিতা নাথ, মায়াবী, রণ রুপম গাঙ্গুলী, গৌরভ চৌধুরী, শঙ্খরাজ চ্যার্টাজী, চিত্রালী দাস, আমীর নাসের, পিংকী মন্ডল, নাজনীন হাসান চুমকি, হান্নান শেলী, যাহের আলভী, খায়রুল আলম, মেঘলা, শাফিজ প্রমুখ। প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫ মিনিটে এটি দেখা যাবে বাংলাভিশনে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।