এটিএম শামসুজ্জামান সুবক্তা হিসেবেও পরিচিত। টেলিভিশন টকশো কিংবা সেমিনারে তার উপস্থিতি চোখে পড়ে।
এদিন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ভবনের শেখ রাসেল মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকাল ১০টায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডাকসাইটে অভিনেতা এটিএম শামসুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট’-এর প্রধান নির্বাহী মো. মনজুরুর রহমানসহ মিডিয়ার গুরুত্বপূর্ণ মানুষেরা। আয়োজনের মধ্যে থাকছে বি.সি.টি.আই-এর শিক্ষার্থীদের বানানো চলচ্চিত্রের প্রদর্শনী। সবার সঙ্গে চলচ্চিত্র উপভোগ করবেন এটিএম শামসুজ্জামান।
চলচ্চিত্রে ব্যস্ততা কমে যাওয়ায় এটিএম শামসুজ্জামান এফডিসিতেও খুব একটা যান না। দীর্ঘবছর পর বাংলাদেশ শিল্পী সমিতির কার্যালয়ে গিয়ে খবরের শিরোনামে এসেছিলেন ক’দিন আগে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসও