ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘হামলার সময় ঘটনাস্থল থেকে পাঁচ ব্লক দূরে ছিলাম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
‘হামলার সময় ঘটনাস্থল থেকে পাঁচ ব্লক দূরে ছিলাম’ ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি সাইকেল চালানোর রাস্তায় পথচারী ও সাইকেল চালকদের ওপর ট্রাক উঠিয়ে দিয়ে আটজনকে হত্যা করেছে সন্দেহভাজন এক সন্ত্রাসী। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন। আর এ হামলার সময় নাকি ঘটনাস্থলের খুব নিকটেই ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র তৃতীয় মৌসুমের শুটিংয়ের জন্য নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রিয়াঙ্কা। মঙ্গলবার হামলার সময় ঘটনাস্থল থেকে পাঁচ ব্লক দূরে ছিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা।

আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়ে টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, নিউ ইয়র্ক আবারও আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠো। আমি তোমাকে ভালোবাসি। এ দুঃখজনক ঘটনার আক্রান্তদের প্রতি আমার সমবেদনা।

অন্য আরেকটি টুইটে তিনি লিখেছেন, ঘটনাটি আমার বাড়ি থেকে পাঁচ ব্লক দূরে ঘটেছে, আমি কাজ শেষে গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছিলাম। বার বার বেজে ওঠা সাইরেন আমাকে মনে করিয়ে দিচ্ছে, এটিই বর্তমান বিশ্বের অবস্থা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।