ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘বাহুবলী’কে দেবের টক্কর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
‘বাহুবলী’কে দেবের টক্কর ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘আমাজন অভিযান’-এর পোস্টার

২০১৫ সালে বিশ্ব চলচ্চিত্র জগৎকে চমকে দিয়েছিলো প্রভাস অভিনীত ‘বাহুবলী: দ্য বিগিনিং’, তাও আবার ছবি মুক্তির আগেই। সবচেয়ে বড় ছবির পোস্টার সামনে এনে তাক লাগিয়েছিলেন ছবির নির্মাতারা। যা জায়গা করে নিয়েছিলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এবার সেই ছবিকে টেক্কা দিতে হাজির কলকাতার অভিনেতা দেব-এর ‘আমাজন অভিযান’।

২০১৫ সালের জুনে কোচিতে সামনে এসেছিলো ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর পোস্টার। প্রায় ৫১ হাজার ৬০০ বর্গফুটের সেই পোস্টার পেয়েছিলো বিশ্বের সবচেয়ে বড় সিনে পোস্টারের তকমা।

এবার সেটিকে টক্কর দিলো দেবের ‘আমাজান অভিযান-এর বিশাল পোস্টার।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার মোহনবাগান ফুটবল মাঠে উন্মোচন করা হয়েছে ‘আমাজন অভিযান’-এর ৬০ হাজার ৮০০ বর্গফুটের বিশালাকার এক পোস্টার।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, পোস্টারটি লম্বালম্বি রাখলে উচ্চতা হবে ৩২০ ফুট, আর চওড়ায় ১৯০ ফুট। এ পোস্টারটি উচ্চতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, কুতুব মিনার, এমনকি স্ট্যাচু অফ লিবার্টিকেও (৯৩ মিটার) পেছনে ফেলে দেবে।

জানা গেছে, ৮০ জনের কঠোর পরিশ্রমে ৩২টি প্রিন্ট একসঙ্গে ব্যবহার করে তৈরি হয়েছে পোস্টারটি।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।