ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দীপিকার মা-বাবাকেও পুলিশি নিরাপত্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
দীপিকার মা-বাবাকেও পুলিশি নিরাপত্তা পদ্মাবতী সিনেমায় দীপিকা।

ঢাকা: সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ খবরের শিরোনাম থেকে সরছেই না। যতোই দিন যাচ্ছে, ততোই তীব্র হচ্ছে এ ছবির বিরুদ্ধে রাজপুত ও সমমনা সংগঠনগুলোর বিক্ষোভ।

সম্প্রতি দীপিকা পাড়ুকোনের নাক কেটে দেওয়ার হুমকি দিয়েছে রাজপুত সংগঠন কর্নি সেনার রাজস্থান শাখা। এমনকি পরিচালক বানসালি ও দীপিকার মুণ্ডুচ্ছেদের জন্য ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে উত্তর প্রদেশের উগ্র সংগঠন ক্ষত্রিয় সমাজ।

সেই সঙ্গে ছবিটির ওপর নিষেধাজ্ঞাও চাইছে তারা।

এমন পরিস্থিতিতে দীপিকার বাবা-মায়ের জন্য ব্যবস্থা করা হয়েছে বাড়তি নিরাপত্তা। বেঙ্গালুরুতে তাদের বাড়ির সামনে পাহারা দিচ্ছে অতিরিক্ত পুলিশ। এর আগে বিভিন্ন হুমকির কারণে দীপিকার নিরাপত্তা জোরদার করা হয়।

জে.সি. নগর থানার ইনসপেক্টর গিরিশ নায়েক জানান, দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন ও মা আহিল্যা পাড়ুকোনের বাড়ির বাইরে দুই পুলিশ সদস্য সার্বক্ষণিক অবস্থান করছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করছে নানা ধর্মীয় সংগঠন। নানা জায়গায় বিক্ষোভে কণ্ঠ মেলাচ্ছেন কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতারাও। চলমান বিতর্কের কারণে নির্মাতারা স্বেচ্ছায় ছবিটির মুক্তি পিছিয়ে দিয়েছেন।   ১ ডিসেম্বর ‘পদ্মাবতী’ মুক্তি পাওয়ার কথা ছিল।

বিক্ষোভকারীদের দাবি, দিল্লির শাসক আলাউদ্দিন খিলজির আক্রমণ থেকে রক্ষা পেতে রাণী পদ্মিনী ১৬ হাজার নারীকে নিয়ে চিতায় ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু ‘পদ্মাবতী’ সিনেমায় তার সে মর্যাদা ও আত্মত্যাগকে খাটো করা হয়েছে। বাস্তবে খিলজির সঙ্গে পদ্মিনীর মুখোমুখি কখনো দেখা না হলেও চলচ্চিত্রের গল্পে তাদের মধ্যে একটি স্বপ্নদৃশ্য রাখা হয়েছে।

৭০০ বছর আগের প্রেক্ষাপটে চিতোরের রাণী পদ্মিনীর জীবন অবলম্বনে তৈরি হয়েছে এটি। ‘পদ্মাবতী’তে নাম চরিত্রের অভিনেত্রী দীপিকার সহশিল্পী হিসেবে রয়েছেন শহিদ কাপুর ও রণবীর সিং।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
বিএসকে/জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।