ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বুধবার বাউল বাড়িতে বারী সিদ্দিকীর কুলখানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বুধবার বাউল বাড়িতে বারী সিদ্দিকীর কুলখানি বারী সিদ্দিকী (বাংলানিউজ, ফাইল ছবি)

ঢাকা: খ্যাতিমান সংগীতশিল্পী ও বাঁশিবাদক বারী সিদ্দিকীর কুলখানি বুধবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

তার বড়ছেলে সাব্বির সিদ্দিকী বাংলানিউজকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নেত্রকোনায় বাউল বাড়িতে বাবা চিরনিদ্রায় শায়িত।

তাই সেখানেই কুলখানির আয়োজন করা হয়েছে। বাবার বন্ধু, সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কুলখানিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।

বুধবার বাদ আসর বারী সিদ্দিকীর আত্মার শান্তি কামনায় থাকছে দোয়া মাহফিল। এছাড়াও দিনব্যাপী কোরআনখানি করা হবে। পাশাপাশি এতিম শিশুদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা রাখা হয়েছে।

ধানমন্ডির ঈদগাহ মসজিদে বারী সিদ্দিকী নিয়মিত নামাজ পড়তেন। আসছে সপ্তাহে এই মসজিদে বারী সিদ্দিকীর দ্বিতীয় কুলখানি অনুষ্ঠিত হবে বলে সাব্বির জানান।  

গত ২৪ নভেম্বর (শুক্রবার) আধ্যাত্মিক ও লোকগানের এই প্রথিতযশা শিল্পী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩ বছর। রাজধানীর স্কয়ার হাসপাতালে বেশ কিছুদিন বারী সিদ্দিকী লাইফ সাপোর্টে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
জে আই মোহসান/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।