সোমবার (০৪ ডিসেম্বর) বাংলানিউজকে এমনই উচ্ছ্বাসের কথা বলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।
তার ‘ভুবন মাঝি’ নিয়ে ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে গিয়েছেন তিনি।
১ ডিসেম্বর শুরু হওয়া উৎসবটির পর্দা নামলো সোমবার। সমাপনী দিনে ‘মাস্ট ওয়াচ’ বিভাগে প্রদর্শিত হয় ‘ভুবন মাঝি’ সিনেমা। ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই অভিনেত্রী বলেন, উৎসব শুরুর দিনই আমরা ‘ভুবন মাঝি’ টিম হায়দ্রাবাদে পৌঁছাই। উৎসবের মূল আয়োজন রামোজি ফিল্ম সিটির ভেতর। এখানে অংশ নেওয়ার পাশাপাশি আমি পুরো ফিল্ম সিটি ঘুরে দেখছি। যেখানে মধুবালার মতো অভিনেত্রী নেচেছেন। সেখানে আমি পা মাড়াচ্ছি। এটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওয়া। সুযোগ পেলে আমি বিশ্বের সব বড় বড় ফিল্ম সিটি ঘুরতে চাই।
২০১৩ সালে ‘উধাও’ ছবি দিয়ে নওশাবার চলচ্চিত্রে অভিষেক। সম্প্রতি ‘ঢাকা অ্যাটাক’র সাফল্যের পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন তিনি। ছবিটিতে তার অনবদ্য অভিনয় সব মহলের প্রশংসা কুড়িয়েছে।
প্রসঙ্গত, এর আগেও ‘ভুবন মাঝি’ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ছবিটি মুক্তি পায় চলতি বছর ৩ মার্চ।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
জেআইএম/আইএ