ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ত্রিপুরায় অনুষ্ঠান করতে ভালো লাগে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ত্রিপুরায় অনুষ্ঠান করতে ভালো লাগে সাক্ষাতকারে ইমন চক্রবর্তী (ছবি: বাংলানিউজ)

আগরতলা: ‘আমি বিশ্বের বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠান করি। কিন্তু ত্রিপুরায় আসতে বরাবরই ভালো লাগে।’

এমন অভিমত ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর।  

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী আগরতলায় এক গানের অনুষ্ঠানে যোগ দিতে এসে অনুষ্ঠান শুরুর আগে বাংলানিউজের সঙ্গে সাক্ষাতকারে এই অভিমত ব্যক্ত করেন ইমন।

রবীন্দ্রশতবার্ষিকী ভবনে আয়োজিত একক গানের অনুষ্ঠানের আগে গ্রিন রুমে বসে এসব কথা বলেন তিনি।

ইমন জানান, ত্রিপুরায় অনুষ্ঠান করতে খুব ভালো লাগে তাই তিনি বারবার আসতে চান। আর ত্রিপুরার মানুষও যাতে তার গান বেশি বেশি শুনে সে আহ্বান রাখেন তিনি।

ত্রিপুরাবাসী যেন শুদ্ধভাবে সংস্কৃতি চর্চার মধ্যে থাকে এই আশাবাদ ব্যক্ত করেন ইমন চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।