ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

ঐশ্বরিয়ার এই গাউনের দাম কতো?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, ডিসেম্বর ১২, ২০১৭
ঐশ্বরিয়ার এই গাউনের দাম কতো? ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)

রাহুল রাওয়াইল পরিচালিত ‘অর পেয়ার হো গায়া’ ছবির মধ্য দিয়ে ১৯৯৭ সালে বলিউডে আত্মপ্রকাশ করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনয় করেছেন ‘দেবদাস’, ‘সর্বজিত’ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘রেইনকোট’ ও ‘ধুম টু’-এর মতো ছবিতে। শুধু বলিউড নয়, পাশাপাশি তাকে দেখা গেছে হলিউড, তামিল ও বাংলা চলচ্চিত্রেও।

শুধু অভিনয় নয়, ফ্যাশন সম্পর্কেও বেশ সচেতন ৪৪ বছর বয়সী এই সুন্দরী। সবসময় ভিন্ন ধরনের পোশাক পরে সকলের নজর কাড়েন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।

সম্প্রতি ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছিলেন অ্যাশ। যেখানে সোনালি রঙা একটি গাউন পরে হাজির হন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’খ্যাত এই তারকা। এসময় তার সঙ্গে আরও ছিলেন স্বামী অভিষেক বচ্চন।

চমকপ্রদ তথ্য হলো- অ্যাশের পরনে যে গাউনটি ছিলো তার মূল্য নাকি তিন লাখ ৭৩ হাজার রুপি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি স্থিরচিত্র শেয়ার করে এমনটাই জানিয়েছেন ঐশ্বরিয়ার রূপসজ্জাকর আস্থা শর্মা।

রাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালিত ‘ফ্যানি খান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অনিল কাপুর ও রাজকুমার রাও।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।