ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফুয়াদের সুরে মালা, ‘আমার বাংলাদেশ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
ফুয়াদের সুরে মালা, ‘আমার বাংলাদেশ’ ফুয়াদ আল মুকতাদির ও মালা (ছবি: সংগৃহীত)

মহান বিজয় দিবস উপলক্ষে ‘আমার বাংলাদেশ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মালা। ঈগল মিউজিকের আয়োজনে গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ফুয়াদ আল মুকতাদির। এর কথা লিখেছেন শাহান কবন্ধ।

‘আমার বাংলাদেশ’ গানটি প্রসঙ্গে মালা বলেন, ‘প্রথম বারের মতো দেশের গান করার চেষ্টা করেছি। দেশের গান মানেই তাতে অন্যরকম একটি আবেগ জড়িত থাকে।

দুনিয়ার অনেক দেশ ঘুরেছি কিন্তু আমার দেশের মতো ছন্দে আর কবিতায় ভরা এমন কোথাও খুঁজে পাইনি। গানটির সুর করার জন্য ধন্যবাদ ফুয়াদকে। ’

ইউটিউবে ঈগল মিউজিক ভিডিও স্টেশনে গানটির ভিডিও দেখা যাবে বলে জানিয়েছেন ঈগল মিউজিকের স্বত্ত্বাধিকারী কচি আহমেদ।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।