ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

টয়ার ভালো লাগার কাজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
টয়ার ভালো লাগার কাজ টয়া, (ছবি: বাংলানিউজ)

ঢাকা: মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের নির্যাতন ও লোমহর্ষক ঘটনা উঠে আসবে বিশেষ টেলিফিল্ম ‘মুক্তির টানে’। এতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ মুমতাহিনা টয়া। সম্প্রতি নাটকটির শ্যুটিং শেষ হয়েছে।

টয়া রোববার (১৭ ডিসেম্বর) বাংলানিউজকে বলেন, মুক্তিযুদ্ধের কাজ করতে সবসময় ভালো লাগে। নাটকে কাজ করতে গিয়ে ফিরে গিয়েছিলাম ’৭১-এ।

এতে আমি গ্রামের সাধারণ একজন মেয়ের ভূমিকায় অভিনয় করেছি। তার যখন বিয়ে ঠিক হয়, তখন শুরু হয় যুদ্ধ। সবকিছু পাল্টে যায়।

বিজয়ের মাসে এই বিশেষ টেলিফিল্মটি নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ। গল্প ও মূল ভাবনা মইনুল খান।  

টয়া ছাড়াও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শোয়েব মনীর, ইভান সাইর, রকি খান, জেরিন খান রত্না, খালিদ মাহমুদ মুকুল প্রমুখ।  

আগামী ২২ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় চ্যানেল আইতে নাটকটি প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।