ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

উচ্চাঙ্গসংগীত উৎসবে পাঁচদিনে থাকছেন যারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
উচ্চাঙ্গসংগীত উৎসবে পাঁচদিনে থাকছেন যারা উচ্চাঙ্গসংগীত (বাংলানিউজ, ফাইল ছবি)

ঢাকা: আগামী ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) পর্দা উঠছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের ষষ্ঠ আসরের। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে ৩০ ডিসেম্বর (শনিবার)।

ইতোমধ্যে উৎসবে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

এবারের আয়োজনেও বিশ্ববিখ্যাত সব শিল্পীরা উৎসবে যোগ দেবেন।

তবে কে কোন দিন পরিবেশন করবেন? চলুন দেখে নেওয়া যাক।

প্রথম দিন: ২৬ ডিসেম্বর, (মঙ্গলবার)

• ড. এল সুব্রহ্মণ্যন এবং আসতানা সিম্ফনি ফিলহারমোনিক অর্কেস্ট্রা
• সরোদ-বাদন রাজরূপা চৌধুরী
• খেয়াল পরিবেশন বিদুষী পদ্মা তালওয়ালকর
• সেতার-বাদন ফিরোজ খান
• খেয়াল পরিবেশন সুপ্রিয়া দাস, বেঙ্গল পরম্পরা সংগীতালয়
• বাঁশি-বাদন রাকেশ চৌরাসিয়া এবং সেতার-বাদন পূর্বায়ন চ্যাটার্জি

দ্বিতীয় দিন: ২৭ ডিসেম্বর, (বুধবার)

• কত্থক পরিবেশন অদিতি মঙ্গলদাস ড্যান্স কোম্পানি
• তবলা-বাদন বেঙ্গল পরম্পরা সংগীতালয়
• সন্তুর-বাদন পণ্ডিত শিবকুমার শর্মা
• খেয়াল পরিবেশন পণ্ডিত উল্লাস কশলকর
• সেতার-বাদন ওস্তাদ শাহিদ পারভেজ খান
• ধ্রুপদ পরিবেশন অভিজিত কুণ্ড, বেঙ্গল পরম্পরা সংগীতালয়
• বাঁশি-বাদন পণ্ডিত রনু মজুমদার এবং সরোদ-বাদন পণ্ডিত দেবজ্যোতি বোস

তৃতীয় দিন: ২৮ ডিসেম্বর, (বৃহস্পতিবার)

• সেতার-বাদন বেঙ্গল পরম্পরা সংগীতালয়
• ঘাটম ও কঞ্জিরা বাদন বিদ্বান ভিক্ষু বিনায়ক রাম ও সেলভাগণেশ বিনায়ক রাম
• খেয়াল পরিবেশন সরকারি সংগীত কলেজ
• সরোদ-বাদন আবির হোসেন
• বাঁশি-বাদন গাজী আবদুল হাকিম
• ধ্রুপদ পরিবেশন পণ্ডিত উদয় ভাওয়ালকর
• বেহালা-বাদন বিদুষী কালা রামনাথ
• খেয়াল পরিবেশন পণ্ডিত অজয় চক্রবর্তী

চতুর্থ দিন: ২৯ ডিসেম্বর, (শুক্রবার)

• মনিপুরি, ভরতনাট্যম এবং কত্থক নৃত্য পরিবেশন সুইটি দাস, অমিত চৌধুরী, স্নাতা শাহরিন, সুদেষ্ণা স্বয়মপ্রভা, মেহরাজ হক এবং জুয়াইরিয়াহ মৌলি
• সরোদ-বাদন বেঙ্গল পরম্পরা সংগীতালয়
• খেয়াল পরিবেশন ওস্তাদ রাশিদ খান
• সরোদ-বাদন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং বেহালা-বাদন ড. মাইশুর মঞ্জুনাথ
• খেয়াল পরিবেশন পণ্ডিত যশরাজ
• চেলো-বাদন সাসকিয়া রাও দ্য-হাস
• সেতার-বাদন পণ্ডিত বুদ্ধাদিত্য মুখার্জি

শেষ দিন: ৩০ ডিসেম্বর, (শনিবার)

• ওড়িশি নৃত্য পরিবেশন বিদুষী সুজাতা মহাপাত্র
• মোহন বীণা-বাদন পণ্ডিত বিশ্বমোহন ভট্ট
• খেয়াল পরিবেশন ব্রজেশ্বর মুখার্জি
• সেতার-বাদন পণ্ডিত কুশল দাস ও কল্যাণজিত দাস
• সেতার-বাদন পণ্ডিত কৈবল্যকুমার
• বাঁশি-বাদন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।