ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

দেশ পরিচ্ছন্ন রাখতে চিরকুটের গান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
দেশ পরিচ্ছন্ন রাখতে চিরকুটের গান চিরকুটের নতুন গান, (ছবি: সংগৃহীত)

ঢাকা: বিজয় দিবস উপলক্ষে জনপ্রিয় ব্যান্ড চিরকুট এনেছে নতুন গান। ‘মন সুন্দর যার, সেই রাখে দেশ পরিষ্কার’ গানের মাধ্যমে প্রাণ প্রিয় দেশকে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছে চিরকুট।

লাখো ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশের মাটিকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বানে গান বেঁধেছে দলটি।

চিরকুট ব্যান্ডের সুমি বলেন, দেশকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার আহ্বানে গান গাইতে পেরে খুবই আনন্দিত ও অনুপ্রাণিত।

আশা করছি, গান শুনে সবাই দেশ পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ হবেন এবং গানটি সবার হৃদয়ে জায়গা করে নেবে।

সর্বস্তরের মানুষকে সুস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করতে দেশব্যাপী চলতি বছর ফেব্রুয়ারিতে শুরু হয় ‘পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইন’।

দেশের ব্যস্ততম ব্যান্ডদল ‘চিরকুট’। চলচ্চিত্রে প্লে-ব্যাক, স্টেজ শো’র পাশাপাশি তারা দেশকে প্রতিনিধিত্ব করছে প্রবাসেও। চিরকুটনামা (২০০৮) ও জাদুর শহর (২০১৩) তাদের জনপ্রিয় দুটি অ্যালবাম। ২০০২ সালে চিরকুট ব্যান্ডের জন্ম।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।