ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

এবার কি তাহলে বাজবে রণবীর-দীপিকার বিয়ের সানাই?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এবার কি তাহলে বাজবে রণবীর-দীপিকার বিয়ের সানাই? রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

গত ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি রিসোর্টে চুপিসারে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা। এরই মধ্যে শুরু হলো, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের গুঞ্জন।

সম্প্রতি দীপিকা পাড়ুকোনের বাবা প্রকাশ পাড়ুকোন ও ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে খোলা হয়েছে ‘পাড়ুকোন-দ্রাবিড় সেন্টার ফর স্পোর্টস এক্সেলেন্স’ নামে একটি স্পোর্টস অ্যাকাডেমি। এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর সিং।

যেখানে প্রেমিকা দীপিকার বাবাকে ধরে সেলফি তুলে তা ইনস্টাগ্রাম শেয়ার করেছেন তিনি। এর ক্যাপশনে ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা লিখেছেন ‘গড অব ব্যাডমিন্টন। ’

এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে খুব শিগগিরই হয়তো বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই কপোত-কপোতি। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি কেউ।

সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রণবীর-দীপিকা। গত ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিলো ছবিটির। কিন্তু সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।