ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

ধীরে ধীরে আসছে ‘আস্তে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
ধীরে ধীরে আসছে ‘আস্তে’ শুভ

‘ডি-রকস্টার’ শুভর নতুন গানের শিরোনাম ‘আস্তে’। গত ১৭ ডিসেম্বর ফেসবুকে এসেছে এই গানের মিউজিক ভিডিওর প্রথম টিজার।

এ প্রসঙ্গে শুভ জানান, কিছুদিনের মধ্যে আরও দুটি টিজার প্রকাশ পাবে। তারপর আসবে পুরো মিউজিক ভিডিও।

সুতরাং এ বছরেই ধীরে ধীরে আসছে ‘আস্তে’।

ইউটিউবে যাচ্ছেতাই ভিডিও বুস্ট করে কিভাবে ভিউজ বাড়ানো হয়, ফেসবুকে স্পন্সর করে কিভাবে হিট বাড়ানো হয়, কিংবা গান না জেনে যা ইচ্ছা তাই গেয়ে শুধু বুস্ট করে নিজেকে বড় তারকা ভাবা, প্রকৃত গায়ক-গায়িকা কিংবা তারকাদের জন্য সেটা কতোটা বিব্রতকর এসব নিয়েই গানটি লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মীর মাসুম।

শুভর সঙ্গে এই গানে র‌্যাপ করেছেন আরভিএস দর্পণ। মিউজিক ভিডিওতে তাদের সঙ্গে দেখা যাবে গিটারে জেরিফ ও ড্রামসে রিয়াদকে। ‘আস্তে’র মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বিগ ভিজুয়্যালের আসিফ ইফতেজা, ব্ল্যাক জ্যাং, স্বাক্ষর ও রীম। ইউটিউবে জি সিরিজ মিউজিক চ্যানেলের শুভ প্লেলিস্টে দেখা যাবে এটি।

এদিকে নতুন বছরে শ্রোতাদের আরেকটি নতুন গান ও মিউজিক ভিডিও উপহার দেবেন বলে জানিয়েছেন শুভ।

* শুভর ‘আস্তে’ গানের প্রথম টিজারের লিংক

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭ু
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।