ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিরাট-আনুশকার বিয়ের সবচেয়ে বড় উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
বিরাট-আনুশকার বিয়ের সবচেয়ে বড় উপহার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিরাট কোহলি ও আনুশকা শর্মা (ছবি: সংগৃহীত)

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লির তাজ হোটেলের ডিপ্লোম্যাটিক এনক্লেভ দরবার হলে অনুষ্ঠিত হয়েছে বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিবাহোত্তর সংবর্ধনা। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধব।

চমকপ্রদ তথ্য হলো- এই নব-দম্পতির সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়ে সকলকে চমকে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’জনকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

এটিই হয়তো ছিলো বিরাট-আনুশকার বিয়ের সবচেয়ে বড় উপহার।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে এই নব-দম্পতির বিবাহোত্তর সংবর্ধনার বেশ কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও। এতে দেখা যাচ্ছে, লাল রঙা বেনারসি, গলায় হার, কানে দুল, সিঁথিতে সিঁদুর, খোপায় ফুল ও হাতে চূড়া (চুরি) পরে সেজেছেন আনুশকা। কালো রঙা শেরওয়ানিতে সেজেছেন ভারতের অধিনায়ক কোহলি।

জানা গেছে- তাদের দু’জনের পোশাকই ডিজাইন করেছেন ভারতের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী।

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বিরাট কোহলি ও আনুশকা শর্মা (ছবি: সংগৃহীত)আগামী ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে বলিউড ও ক্রিকেট জগতের ব্যক্তিত্বদের নিয়ে আরেকটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন বিরুষ্কা। শোনা গেছে, বিরাটের পক্ষ থেকে এ অনুষ্ঠানের কার্ড সবার আগে পাঠানো হয়েছে ক্রিকেটার শচীন টেন্ডুলকারের বাড়িতে। আর আনুশকা প্রথম নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন শাহরুখ খানকে।

চার বছর মন দেওয়া-নেওয়ার পর গত ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি রিসোর্টে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। তবে বিয়েতে শুধু তাদের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।