ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রথম দিনে কতো আয় করলো ‘টাইগার জিন্দা হ্যায়’?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৭, ডিসেম্বর ২৩, ২০১৭
প্রথম দিনে কতো আয় করলো ‘টাইগার জিন্দা হ্যায়’? ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পোস্টার

শুক্রবার (২২ ডিসেম্বর) ৫,৭০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’। দেড়শ কোটি বাজেটে নির্মিত ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ৩৮ কোটি রুপি। সম্প্রতি এমনটাই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

এদিকে বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তারাণ আদর্শ টুইটারে লিখেছেন, “প্রথম দিনে ‘টাইগার জিন্দা হ্যায়’র আয় ৩৮ কোটি ৫৪ লাখ রুপি। এর মধ্য দিয়ে নিউডিল্যান্ডে সবচেয়ে বেশি আয় ছবির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এটি।

এছাড়া অষ্ট্রেলিয়ায় সপ্তম স্থানে রয়েছে ছবিটি। ”

২০১২ সালের মুক্তিপ্রাপ্ত ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। যশরাজ ফিল্মস প্রযোজিত ও আলি আব্বাস জাফর পরিচালিত ছবিতে সালমানের বিপরীতে রয়েছেন তার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।