ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবারই প্রথম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এবারই প্রথম তিন বোনের সঙ্গে ক্যাটরিনা কাইফ (ছবি: সংগৃহীত)

যশরাজ ফিল্মস প্রযোজিত ও আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রচারণা ও প্রদর্শনী নিয়ে এতোদিন ব্যস্ত ছিলেন ক্যাটরিনা কাইফ।

শুক্রবার (২২ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। তাই এখন আর তেমন কোনো ব্যস্ততা নেই বলিউডের এই অভিনেত্রীর।

এই সুযোগে পরিবারের সঙ্গে বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য লন্ডনে চলে গেলেন তিনি।

দাদীর সঙ্গে ক্যাটরিনা কাইফবাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কাটনো কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন ক্যাট। যেখানে দেখা যাচ্ছে, তিন বোন ও দাদীর সঙ্গে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। এবারই প্রথম একসঙ্গে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন চার বোন। এর আগে কখনও একসঙ্গে দেখা যায়নি তাদের।

পেশাগত কারণে মুম্বাই থাকলেও ক্যাটের আসল ঠিকানা লন্ডনে। সেখানেই থাকেন তার পরিবার। তাই যখনই সুযোগ পান পরিবারের কাছে ছুটে যান ‘জাব তাক হ্যায় জান’খ্যাত এই তারকা।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।