ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘জিরো’: বামন শাহরুখের প্রথম ঝলক (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৩, জানুয়ারি ২, ২০১৮
‘জিরো’: বামন শাহরুখের প্রথম ঝলক (ভিডিও) ‘জিরো’ ছবির দৃশ্যে শাহরুখ খান

বামন হয়ে নতুন ছবি নিয়ে আসছেন শাহরুখ খান। এমন খবর চাউর হয়েছে গত বছর শেষের দিকে। তখন শ্যুটিং শুরুর খবর এলেও জানা যায়নি ছবিটির নাম।

নতুন বছরের শুরুতেই ছবিটির ফার্স্ট লুক দিয়ে সবাইকে চমকে দিয়েছেন বলিউডের এই সুপারস্টার। সঙ্গে জানা গেলো ছবিটির নাম ‘জিরো’।

এতে কিং খানের সঙ্গে রয়েছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।

সুপারস্টার হিরোকে দর্শক ও ভক্তরা পাচ্ছেন ‘জিরো’ রূপে! তবে সে জন্য অপেক্ষা করতে হবে চলতি বছর ২১ ডিসেম্বর পর্যন্ত।  

ছবিটির পরিচালনা করছেন আনন্দ এল রাই। শাহরুখের চরিত্রটি বর্ণনা করার জন্য টিজারটিতে তিনি একটি মজার গানে পাগল, ধোঁকাবাজ, আশিকের মতো মজার কিছু শব্দ জুড়ে দেন। ১ মিনিটের টিজারে শাহরুখের পাগলামো নাচ দর্শককে বেশ আনন্দ দিয়েছে। এতেই বোঝা যাচ্ছে এ বছরের আলোচিত ছবির একটি হতে যাচ্ছে ‘জিরো’।

** ‘জিরো’ ছবির টিজার

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ০২ জানুয়ারি, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।