ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বিনোদন

এবার আসছে ‘টাইগার জিন্দা হ্যায়’র সিক্যুয়েল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৪, জানুয়ারি ১২, ২০১৮
এবার আসছে ‘টাইগার জিন্দা হ্যায়’র সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির দৃশ্যে সালমান খান

গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’। সারাবিশ্ব মিলিয়ে ছবিটি আয় করেছে ৫০০ কোটি রুপি। এর মধ্যে ভারতেই ৩০০ কোটি রুপি আয় করে ফেলেছে এটি। এছাড়া ভেঙেছে অতিতের বেশকিছু রেকর্ড।

চমকপ্রদ তথ্য হলো- খুব শিগগিরই নির্মাণ হতে যাচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’র নতুন সিক্যুয়েল। এমনকি আগের দুই পর্বের মতো এবারও সালমানের নায়িকা হিসেবে পাওয়া যাবে তার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা ঘোষণা দিয়েছেন সাল্লু।

এ প্রসঙ্গে তিনি জানান, ‘টাইগার জিন্দা হ্যায়’র জন্য ভক্তদের যতোদিন অপেক্ষা করতে হয়েছে এবার তার চেয়েও কম সময় অপেক্ষা করতে হবে ‘টাইগার জিন্দা হ্যায়’র সিক্যুয়েল দেখার জন্য।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক থা টাইগার’ ছবির দ্বিতীয় কিস্তি ‘টাইগার জিন্দা হ্যায়’। এবার ‘টাইগার জিন্দা হ্যায়’র সিক্যুয়েল হতে যাচ্ছে এর তৃতীয় কিস্তি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।