ছবি মুক্তির আগে নানা বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়েছিলো বলিউডের এই অভিনেত্রীকে। এমনকি তার নাক ও গলা কেটে নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন শ্রী রাজপুত কর্ণি সেনারা।
তবে এসব ঘটনায় ভয় পেয়েছেন কিনা? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হলে ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা বলেন- ভয় কি জিনিস তা জানেন না তিনি।
এছাড়া কৈশোরের একটি ঘটনার বর্ণনা দিয়ে দীপিকা বলেন, ‘আমার বয়স তখন ১৪ বছর। এক সন্ধ্যায় পরিবারের সবার সঙ্গে রাস্তায় হাঁটছিলাম। খুব সম্ভবত একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে ফিরছিলাম। আমার বোন ও বাবা একটু আগে হাঁটছিলো, মা ও আমি পেছনে ছিলাম। হঠাৎ এক ব্যক্তি আমার শরীর স্পর্শ করে চলে যায়। কোনো কিছু হয়নি এমন ভাব করতে পারতাম, কিন্তু আমি ঘুরে ওই ব্যক্তিকে অনুসরণ করি। এরপর মাঝ রাস্তায় ওই ব্যক্তির জামার কলার ধরে থাপ্পড় দিয়ে চলে আসি। ’
‘ওম শান্তি ওম’ ছবির মধ্য দিয়ে ২০০৭ সালে বলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে অভিনয় করেছেন- ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘বাজিরাও মাস্তানি’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ও ‘রেস’-এর মতো ব্লকবাস্টার ছবিতে।
শুধু বলিউড নয়, হলিউড ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এ অভিনয় করেও তাক লাগিয়ে দিয়েছেন এই সুন্দরী।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
বিএসকে