ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দ্রুত সময়ে ২০০ কোটির ক্লাবে ‘পদ্মাবত’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
দ্রুত সময়ে ২০০ কোটির ক্লাবে ‘পদ্মাবত’ রণবীর সিং

মুক্তির ১০ দিনের মাথায় ২০০ কোটির ক্লাবে প্রবেশ করলো সঞ্জয় লীলা বানসালী ‘পদ্মাবত’। এখন পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে ২শ’ কোটি সাড়ে ১২ লাখ রুপি।

বলিউডে দ্রুততম ২০০ কোটি ক্লাবে পৌঁছানো ছবির কৃতিত্ব অর্জন করলো ‘পদ্মাবত’। এর মাধ্যমে গত বছরের ব্যর্থতা ঘুচে ২০১৮ সালটা বেশ ভালোভাবেই শুরু করলো বলি ইন্ডাস্ট্রি।

এতো বড় অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রণবীর সিং। তিনি বলেন, ‘পদ্মাবত’ আমাকে অনেক কিছু দিয়েছে। এ ছবিতে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে কাজ করেছি। এছাড়া এটি আমার ২০০ কোটি পার করা প্রথম ছবি।

ধারণা করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে ছবিটি আয়ের দিক থেকে প্রায় ২৩০ কোটি রুপি পার করবে।

এদিকে ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’। ছবিটির সঙ্গে ‘পদ্মাবত’ তৃতীয় সপ্তাহে বড় ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হতে যাচ্ছে।

শ্রী রাজপুত কর্ণি সেনাদের তোপের মুখেও ২৫ জানুয়ারি ‘পদ্মাবত’ মুক্তি পায়। এতে দীপিকা পাডুকোন বিপরীতে অভিনয় করেছেন রণবীর সিং ও শহীদ কাপুর।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
জেএইএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।