ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

মাধুরীর বিয়ের খবর পেয়ে মন ভাঙে দীপিকার বাবার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৩, ফেব্রুয়ারি ৭, ২০১৮
মাধুরীর বিয়ের খবর পেয়ে মন ভাঙে দীপিকার বাবার! মাধুরী দীক্ষিত, প্রকাশ পাড়ুকোন ও দীপিকা পাড়ুকোন

বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও দীপিকা পাড়ুকোন। দু’জনই ভক্তদের উপহার দিয়েছেন সুপার-ডুপার হিট ছবি। কিন্তু এখনও পর্যন্ত রূপালি পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের।

সম্প্রতি ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন মাধুরী-দীপিকা। আর সেখানেই দীপিকা জানান, মাধুরীর বিয়ের খবর পেয়ে মন ভাঙে তার বাবা প্রকাশ পাড়ুকোনের।

এ প্রসঙ্গে ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা জানান, ‘যেদিন মিডিয়া আপনার (মাধুরী দীক্ষিত) বিয়ের ঘোষণা দিয়েছিলো। সেদিন বাবা নিজেকে বাথরুমে বন্ধ করে রেখেছিলেন। কারণ তার হৃদয় ভেঙে গিয়েছিলো। তিনি যখন বাথরুম থেকে বিরিয়ে আসেন তার চোখ দুটি ছিলো ফোলা এবং লাল। এই বিষয়টি নিয়ে এখনও আমাদের পরিবারের অনেকেই মজা করেন। বাবা আপনার অনেক বড় একজন ভক্ত। ’  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।