ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২৫ মার্চ ‘ফেরা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
২৫ মার্চ ‘ফেরা’ ‘ফেরা’ ছবির দৃশ্য

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘ফেরা’। আগামী ২৫ মার্চ এ ছবির উদ্বোধনী প্রদর্শনীর পরিকল্পনা চলছে।

গত ৬ ফেব্রুয়ারি ছয় দিন খুলনার বটিয়াঘাটার কয়েকটি গ্রামে ছবিটির প্রথম ধাপের শুটিং হয়। সরকারি অনুদানে ছবিটির চিত্রনাট্য সাজিয়েছেন ও পরিচালনা করছেন ওয়াসিউদ্দিন আহমেদ।

ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মনোয়ার, তাসনোভা তামান্না, পরেশ আচার্য্য, হাসিমুন্নেছা, শেখ সিরাজুল ইসলাম, শঙ্কুড়ি মণ্ডল, সন্দীপ কুমার মিস্ত্রী, সুব্রত বিশ্বাস, নবকুমার সরকার, মহাদেব সরদার, শবনম মোস্তারিক, শিশুশিল্পী দুর্জয় মণ্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।