ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

ছাড়পত্র পেলো ‘নূরজাহান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৪, ফেব্রুয়ারি ৯, ২০১৮
ছাড়পত্র পেলো ‘নূরজাহান’ 'নূরজাহান' ছবির দৃশ্য

নতুন নীতিমালায় যৌথ প্রযোজনার প্রথম চলচ্চিত্র হিসেবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো 'নূরজাহান'। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সেন্সরে ছবিটি প্রদর্শিত হয় এবং মুক্তির অনুমতি পায়।

বিষয়টি নিশ্চিত করে সেন্সর বোর্ডের সদস্য নাসিরউদ্দিন দিলু জানান, “গত সপ্তাহে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি থেকে অনুমতি পেয়ে সেন্সরে জমা পড়ে 'নূরজাহান'। আজ (০৮ ফেব্রুয়ারি) এটি দেখেছি আমরা।

এরপরই সেন্সরের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ”

তিনি আরও জানান, ‘রোববার (১১ ফেব্রুয়ারি) ছবির প্রযোজকের হাতে মুক্তির অনুমতিপত্র তুলে দেওয়া হবে। ’

ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৬ ফেব্রুয়ারি দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘নূরজাহান’। এতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন পূজা চেরি। ছবিতে তার বিপরীতে রয়েছেন কলকাতার ছেলে আদ্রিত।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।