ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হাদীর কণ্ঠে মানবতার গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
হাদীর কণ্ঠে মানবতার গান সৈয়দ আবদুল হাদী

মানবতা নিয়ে গান বেঁধেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী। ‘বিশ্ব বিবেক’ শিরোনামের গানটির ভিডিও প্রকাশ পেয়েছে মঙ্গলবার (২০ মার্চ)। এতে হাদী নিজেই অংশ নিয়েছেন।

গানটি প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘বিশ্বব্যাপী মানবতার অবমাননার ঘটনা ঘটছে। একবিংশ শতাব্দীতে এসেও এসব দেখতে হচ্ছে।

মানবতার অপমান সহ্য করার মতো নয়। এসব নিয়েই এই গান। রোহিঙ্গা সমস্যার কথা মাথায় রেখে সময়োপযোগী এই গানটি করা হয়েছে। ’

‘মানুষের খুনে খুনে নদী হলো লাল/বিস্ময়ে হতবাক এই মহাকাল/জগতের বুকে এতো বীভৎস রূপ/বিশ্ব বিবেক আজ তবু নিশ্চুপ। ’ এমন কথার গানটি লিখেছেন জাকির আবু জাফর। সুর ও সংগীতায়োজন করেছেন জোবায়েদ সুমন।

বাংলাদেশ সময়ঃ ১৯০০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।