ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

বিদেশি বন্ধুদের নিয়ে তাজমহল ঘুরলেন শাহরুখকন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, মার্চ ৩০, ২০১৮
বিদেশি বন্ধুদের নিয়ে তাজমহল ঘুরলেন শাহরুখকন্যা বন্ধুদের সঙ্গে তাজমহলের সামনে ছবি তুলছেন সুহানা

পড়াশোনার জন্য বেশিরভাগ সময় লন্ডনে থাকেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। যেখানে পড়ার ফাঁকে বন্ধুদের নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান শাহরুখকন্যা।

তবে এবার লন্ডন নয়, বিদশি বন্ধুদের নিয়ে ভারতের তাজমহল ঘুরে বেড়ালেন সুহানা।

বৃহস্পতিবার (২৯ মার্চ) অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে শাহরুখকন্যার বেশ কয়েকটি স্থিরচিত্র।

যেখানে দেখা যাচ্ছে- বিদেশি বন্ধুদের নিয়ে আগ্রার তাজমহলের সামনে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন সুহানা। রীতিমতো ভাইরাল হয়ে গেছে স্থিরচিত্রগুলো।  

বাবা শাহরুখ খানের মতোই অভিনয়ের প্রতি বেশ আগ্রহ রয়েছে সুহানার। এরই মধ্যে বিভিন্ন মঞ্চ নাটকে দেখা গেছে তাকে। শোনা যাচ্ছে- খুব শিগগিরই বলিউডে পা রাখবেন সুহানা।

এখানেই শেষ নয়, ভারতের জনপ্রিয় একটি ম্যাগাজিনের ফটোশুটেও নাকি অংশ নিয়েছেন সুহানা। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এমনটা নিজে মুখেই জানিয়েছেন তার মা গৌরি খান।

বাংলাদেশ সময়: ০০৫৩ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।