ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭

সেরা শুভ-তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
সেরা শুভ-তিশা আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২০ তম আসর বসেছিলো শুক্রবার (৩০ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। যেখানে বিনোদন ও সংস্কৃতি জগতে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিভাগে ১৬ জনকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ববিতাকে। এছাড়া ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে দার‍ুণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন অরিফিন শুভ।

সেরা অভিনেত্রী হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। চলুন এক নজরে দেওয়া নেওয়া যাক বিজয়ীদের তালিকা—

আজীবন সম্মাননা ২০১৮
ববিতা

আজীবন সম্মাননা গ্রহণ করছেন ববিতাসমালোচক পুরস্কার (টিভি)
সেরা নাট্যকার: আশফাক নিপুণ (দ্বন্দ্ব সমাস)
সেরা নির্দেশক: তানভীর আহসান (বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো)
সেরা অভিনেতা: রওনক হাসান (দ্বন্দ্ব সমাস)
সেরা অভিনেত্রী: সবিতা সেন (মার্চ মাসের শুটিং)

চলচ্চিত্র সমালোচক পুরস্কার
সেরা চলচ্চিত্র: খাঁচা
সেরা পরিচালক: আকরাম খান (খাঁচা)
সেরা অভিনেতা: আজাদ আবুল কালাম (খাঁচা)
সেরা অভিনেত্রী: রুনা খান (ছিটকিনি)

চিত্রনায়িকা শাবনুর ও পপির হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন নুসরাত ইমরোজ তিশাপাঠকের রায়
সেরা চলচ্চিত্র অভিনেতা: আরিফিন শুভ (ঢাকা অ্যাটাক)
সেরা চলচ্চিত্র অভিনেত্রী: তিশা (ডুব)
সেরা নবাগত অভিনয় শিল্পী: তাসকিন রহমান (ঢাকা অ্যাটাক)
সেরা টিভি অভিনেতা: অপূর্ব (বড় ছেলে)
সেরা টিভি অভিনেত্রী: মেহজাবিন (বড় ছেলে)
সেরা গায়ক: জেমস (তোর প্রেমেতে অন্ধ—সত্তা)
সেরা গায়িকা: মমতাজ (না জানি কোন অপরাধে—সত্তা)

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।